• বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন হলো যুবকের পা গ্রেপ্তার করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জরিতোদের : প্রেস সচিব লুটের জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়ে সিলেটে আটক ১৪ ড. ইউনূ একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন : মান্না ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি অস্ত্রের মুখে বান্দরবানের লামায় ৮ শ্রমিককে অপহরণ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৩০ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করায় যা বলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত চল‌তি মাসে মা‌র্কিন কর্মকর্তার সাথে ঢাকায় আসছেন মিয়ানমারের দূত যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনায় : ট্রাম্প

বিয়ের সাজে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন বুবলী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

গেল ক’দিন ধরে সামাজিকমাধ্যম দাপিয়ে বেড়াচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ের সাজের বেশ কিছু ছবি। যা নিয়ে চলছে তর্ক-বিতর্কও।

কেউ বলছেন, বিয়ের পিঁড়িতে বসেছেন এই চিত্রনায়িকা। আবার কারও কথায়, এটি বুবলীর আগের ছবি যা প্রকাশ্যে এসেছে এবার।
নেটিজেনদের অনেকেই জানতে চেয়েছেন, বিয়ের সাজে বুবলীর পাশে থাকা ছেলেটি (বর) কে?

ছবিগুলো নিয়ে ইতোমধ্যেই কথা বলেছেন এর কোরিওগ্রাফার গৌতম সাহা। তার ভাষ্য, বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মত কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।

তিনি আরও জানান, বুবলীর সঙ্গে থাকা ছেলে মডেলের নাম ওয়াসিফ খান।

ছবিগুলো নিয়ে এবার মুখ খুললেন নায়িকা নিজেই। বুবলী জানান, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা তারা আগেই অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন বুবলী।

বুবলীর কথায়, সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।

যোগ করে বুবলী আরও বলেন, আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে… সেই আমরা যদি কিছু ভিন্নতা যদি না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।

এদিকে, বুবলী বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘পিনিক’ সিনেমার কাজ নিয়ে। এরইমধ্যে সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ