• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

আজ সন্ধ্যায় মাঠে নামছে ব্রাজিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
ব্রাজিল জাতীয় ক্রিকেট দল, ছবি: সংগৃহীত

ব্রাজিলের নাম শুনলেই সকলের চোখের সামনে ভেসে উঠে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রদের বল পায়ে প্রতিপক্ষের গোলমুখে দৌড়ে যাওয়া। কিন্তু এ দেশটি এবার আলাদা ভূমিকায় মাঠে আবির্ভূত হয়েছে। তারা ২২ গজের ব্যাট হাতে কারিকুরি দেখাতে মাঠে আবির্ভূত হয়েছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে চলছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ। আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে আজ নিজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। ম্যাচটি ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

শনিবার (১৪ ডিসেম্বর) উপ আঞ্চলিক বাছাই পর্বে নিজেদের ৬ষ্ঠ ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ কেম্যান দীপপুঞ্জ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলেছে ব্রাজিল। যেখানে ২ জয়ের বিপরীতে তারা হেরেছে তিনটি ম্যাচে। তাদের পয়েন্ট ৪। ৯ দলের এই আসরে পয়েন্ট তালিকার ছয়ে অবস্থান করছে তারা। টুর্নামেন্টের শীর্ষ তিন দল যাবে পরবর্তী রাউন্ডে উন্নীত হবে।

আসরে ব্রাজিলের আর দুটি ম্যাচ রয়েছে। তারা আগামী ১৫ ডিসেম্বর বেলিজের মুখোমুখি হবে। সবশেষ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনার বিপক্ষে। যেটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর।

ব্রাজিল স্কোয়াড
গ্রেগর কেইসলি (অধিনায়ক), মোহাম্মদ সেলিম, ভিক্টর পাউবেল, উইলিয়াম ম্যাক্সিমো, কাওসার খান, লুইস ফেলিপে পিনহেইরো, লুইজ মুলার, মিশেল আসুনকাও, ইয়াসার হারুন, ক্রিস্টিয়ান মাচাডো (উইকেটরক্ষক), লুকাস ম্যাক্সিমো (উইকেটরক্ষক), গ্যাব্রিয়েল অলিভেরা, আইউরি সিমাও, লুইজ হেনরিক মোরাইস, রিচার্ড অ্যাভেরি, সিফাত উল্লাহ বখতানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ