• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

সৌদি আরব ৪০ হাজার কোরবানির পশুর মাংস উপহার দিয়েছে বাংলাদেশকে।

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

চলতি বছরের পবিত্র হজের ৪০ হাজার কোরবানির পশুর মাংস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে সৌদি আরব। সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাদরাসা, এতিমখানা ও দরিদ্রপীড়িত ব্যক্তিদের মধ্যে তা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে মাংসের কিছু কার্টুন হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের উপরাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।

উপরাষ্ট্রদূত বলেন, পবিত্র হজের পর বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে ৪০ হাজার কোরআন পশুরু মাংস বিতরণ করা হচ্ছে। তা দেশের বিভিন্ন স্থানে বিতরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, এসব মাংস সৌদি আরবের বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালামের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য উপহার হিসেবে এসেছে।

এর মাধ্যমে উভয় দেশের মধ্যে সুসম্পর্ক আরো জোরদার হবে।
এর আগে সৌদি দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, ১৪৪৫ হিজরির পবিত্র হজ মৌসুমের কোরবানির মাংস বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে ৪০ হাজার কোরবানির পশুর মাংসা পাঠানো হবে।

এদিকে গত ২ ডিসেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে ২৪টি কন্টেইনারে অন্তত ৩৭২ টন কোরবানির মাংস এসে পৌঁছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ