• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

ভারত সরকারের উচিত বাংলাদেশের সরকারের সথে আলচনা করা: প্রিয়াঙ্কা গান্ধী

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে ভারতে সরকারকে পদক্ষেপ নেওয়া আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় এমপি প্রিয়াঙ্কা গান্ধী।

প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়া এই কংগ্রেস নেত্রী সোমবার (১৬ ডিসেম্বর) লোকসভায় তার ভাষণে প্রথমেই বাংলাদেশ ইস্যু তোলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সোমবার লোকসভায় কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত।

তিনি বলেন, “ভারত সরকারের উচিত বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি উত্থাপন করা। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা উচিত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমর্থন করা উচিত।”

লোকসভায় প্রিয়াঙ্কা তার বক্তব্যে ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ করার ছবিটি ভারতীয় সেনাপ্রধানের অফিস থেকে সরিয়ে ফেলার বিষয়টি নিয়েও কথা বলেন।

তিনি বলেন, “আমি সেই বীর সৈনিকদের স্যালুট জানাতে চাই যারা একাত্তরে আমাদের জন্য যুদ্ধ করেছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানে আমাদের বাঙালি ভাই-বোনদের ওপর যখন পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক অত্যাচার চালাচ্ছিল, তখন বাকি বিশ্ব নিরব দর্শকের ভূমিকায় ছিল। ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন, আমি তাকে স্যালুট করতে চাই। তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতে সাহস দেখিয়েছেন এবং এমন নেতৃত্ব দেখিয়েছেন যা দেশকে বিজয়ী করেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ