• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

নিষিদ্ধঘোষিত সিনেমা মুক্তির অনুমতি পেল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

নির্মাতা অনন্য মামুন চার বছর আগে নির্মাণ করেছিলেন ‘মেকআপ’ শিরোনামের সিনেমা। শোবিজ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছবিটি আবারও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। এবারও সিনেমা থেকে কিছু অংশ বাদ দিতে বলা হয়।

নানা প্রক্রিয়া শেষে অবশেষে গত ১৭ ডিসেম্বর সিনেমাটি সিনেমা হলে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। মুক্তির অনুমতি পেলেও মন খারাপ নির্মাতা অনন্য মামুনের।

তিনি বলেন, ‘মেকআপ’ নিয়ে কোনো কথাই বলতে চাননা তিনি। শুধু এই সিনেমা নয়, কোনও কাজ নিয়েই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান না। এই সিনেমার ব্যাপারে কথা বলতে একদমই আগ্রহী নই।

সিনেমা থেকে দৃশ্য বাদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, মাত্র ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এইটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হয় না। প্রাক্তন প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কিছু ছবি ব্যবহার করা হয়েছিলো, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। সেইসাথে কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে।

নিজের সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত সিনেমার নায়িকা নিপা আহমেদ রিয়েলি। তিনি বলেন, সিনেমাটি আমার ক্যারিয়ার প্রথম সিনেমা। অনেক আশা নিয়ে কাজ করেছিলাম। কিন্তু নানা কারণে ছবিটি সেন্সর বোর্ডে আটকে ছিল। অবশেষে মুক্তি অনুমতি পেয়েছে। আমি খুবই খুশি।

এই ছবিতে আমার জার্নিটা একবারে অন্যরকম দেখতে পারবেন দর্শক। বর্তমান প্রেক্ষাপৃট এবং আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। আমি এবং রোশান ভাইকে নতুন ভাবে দেখতে পারবেন দর্শক। আশা করছি দর্শক ছবিটি পছন্দ করবেন।

‘মেকআপ’ সিনেমাটি নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে। সিনেমাটিতে চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান। চরিত্রটির নাম শাহবাজ খান। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন নায়ক জিয়াউল রোশান, পায়েল মুখার্জী, বিশ্বজিৎ মুখার্জী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ