• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান বিবেকের প্রেমিকা।

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
বিবেক ওবেরয়

রুপালি পর্দায় পা রাখার পর বিবেক ওবেরয় একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এসব গল্প অনেকেরই জানা। কিন্তু কৈশোরে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বিবেক। তবে সেই প্রেমের সমাপ্তি ট্র্যাজেডির মাধ্যমে হয়েছে। অর্থাৎ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান বিবেকের প্রেমিকা।

মেনস এক্সপি-কে সাক্ষাৎকার দিয়েছেন বিবেক। এ আলাপচারিতায় তিনি বলেন, “আমি ভেবেছিলাম, আমরা একসঙ্গে কলেজে যাব, বিয়ে করব, আমাদের বাচ্চা হবে। আমি আমার জীবনের এসব পরিকল্পনা আমার মনেই রেখেছিলাম।”

বিবেক তার প্রেমিকার নাম উল্লেখ করেননি। তবে ১৭ বছর বয়সে এ সম্পর্কে জাড়ান তিনি। এ তথ্য উল্লেখ করে বিবেক বলেন, “আমি তার সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার এক কাজিনের সঙ্গে যোগাযোগ করি। সেখান থেকে জানতে পারি, সে হাসপাতালে ভর্তি। আমাদের ৫-৬ বছরের সম্পর্ক ছিল। সে আমার স্বপ্নের মেয়ে ছিল।

প্রিয় মানুষের দুঃসংবাদ শুনে হাসপাতালে ছুটে গিয়েছিলেন বিবেক। তা জানিয়ে তিনি বলেন, “আমি হাসপাতালে ছুটে গিয়েছিলাম। সেখানে জানতে পারি, সে লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ায় (ক্যানসার) আক্রান্ত, তার রোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি আমার জন্য বড় ধাক্কা ছিল। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু দুই মাসের মধ্যে মারা যায় সে।”

বিবেক ওবেরয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেঠি। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় এটি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ