• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

লায়লার কণ্ঠে প্রকাশ পেয়েছে আশিক বন্ধুর গান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

‘ডাক্তার যদি অসুস্থ হয় চেম্বার থাকে বন্ধ, বন্ধু যদি ফোন না ধরে মনটা থাকে মন্দ’- এমন কথায় নতুন একটি গান লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী লায়লা।

‘বন্ধু’ শিরোনামের এই গানটি গতকাল ২৯ ডিসেম্বর (রোববার) প্রকাশ হয়েছে সিডি প্লাসের ব্যানারে। সুমন কল্যাণের সংগীতে গানটি তৈরি হয়েছে।
গানটি গেয়ে লায়লা বলেন- মজার একটি গান হলেও, একদম বাস্তব কথায় সাজানো। সুর হয়েছেও মনের মতো। গানটি স্টেজে বেশ জমবে, টিভিতেও ভালো চলবে। আশা করছি গানটি জনপ্রিয় হবে।

সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু বলেন- করোনাকালীন যখন বিপদের সময় অনেক ডাক্তারের চেম্বার বন্ধ ছিল, তখন বিপদের সময় অনেক বন্ধু ফোনও রিসিভ করেননি। সেসময় বাস্তবতায় পড়ে এই গানটি লিখেছিলাম আমি। যা কথায় সুরে পূর্ণতা পেয়েছে। লায়লা চমৎকার গেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ