• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে পায়রার দ্বিতীয় ইউনিটে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

প্রায় দুই মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়। বর্তমানে এ কেন্দ্রের দুটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

২০১৪ সালে কলাপাড়ার ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র’ নির্মাণের জন্য বাংলাদেশ ও চীনের যৌথ মালিকানায় প্রতিষ্ঠা হয় বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (BCPCL)। ২০১৬ সালে প্রকল্পটি পরিবেশ গত ছাড়পত্র পাওয়ার পর ২০১৭ সালে নির্মাণকাজ শুরু হয়। ২০২০ সালের ১৫ মে থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট উৎপাদন শুরু করে এবং ওই বছরের ডিসেম্বরে প্লান্টটির ২য় ইউনিট উৎপাদনের সক্ষমতা অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ