ম্যাচের পর হুট করেই উত্তপ্ত দেখা গেল তামিম ইকবালকে। নুরুল হাসান সোহানের দুর্দান্ত এক ইনিংসে ভর করে অবিশ্বাস্য ম্যাচ জেতে রংপুর রাইডার্স।
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম এরপর তেড়ে যান প্রতিপক্ষ এক খেলোয়াড়ের দিকে। রংপুরের কর্মকর্তারা তাকে তখন থামানোর চেষ্টা করেন।
পরে জানা যায়, তামিম তেড়ে গিয়েছিলেন অ্যালেক্স হেলসের দিকে। এরপর ঘটনাটি নিয়ে একটি টেলিভেশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মুখ খোলেন ইংলিশ তারকা। তিনি জানান, কিছু না বলা সত্ত্বেও তামিম তার দিকে তেড়ে এসেছিলেন। ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগও তোলেন তিনি।
ওই ঘটনায় শাস্তি পাচ্ছেন তামিম। তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে বলে জানা গেছে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৬ ধারা ভাঙায় লেভেল-১ অপরাধের শাস্তি পেয়েছেন তামিম। তিনি নিজের অপরাধ স্বীকার করায় আর শুনানির প্রয়োজন হয়নি।
তামিমের সঙ্গে এই ঘটনা নিয়ে হেলস বলেন, ‘তামিম কিছু নিয়ে আপসেট ছিল। আমি নিশ্চিত না কোন ব্যাপারে, হয়তো কারণ তার দল হেরেছে। আমরা হাত মিলিয়েছি, কিছুই বলিনি। এরপর সে জানতে চায় আমি যদি তাকে কিছু বলতে চাই, তাহলে যেন মুখের ওপর বলে দেই। কিন্তু আমি কিছুই বলিনি।
‘এরপর সে ব্যক্তিগত আক্রমণ শুরু করে। আমি বিয়ার খাওয়ায় নিষিদ্ধ হয়েছিলাম, সে জানতে চায় তাতে আমি লজ্জিত কি না। আমি এখনও নেশা করি কি না। সে খুব খুব অভদ্র আচরণ করেছে। এটা সত্যিই লজ্জার। যদি মাঠে কিছু ঘটে, ওখানেই থাকা দরকার। কিন্তু সে এটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছে, তাও ম্যাচের পর। ’