• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে নিহত ১, আহত ৩

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

এ জেড আল মুজাহিদ (কিশোরগঞ্জ) সংবাদদাতা:- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলকে সামনে রেখে সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন (৬৫) নিহত হয়েছে।

স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাড়াইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫ উপলক্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন (৭০)। নিয়মবহির্ভূত সভাপতিত্ব করায় গিয়াস উদ্দিনের সাথে বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনের বানাইল বাজারে শনিবার রাতে কথা কাটাকাটি হয়।

গতকাল রবিবার সকাল পৌনে ১১ টায় কথাকাটিকে কেন্দ্র করে তা সংঘর্ষে রুপ ধারণ করে। একপর্যায়ে গিয়াসউদ্দিনের পক্ষের লোকজন পাভেল, রুবেল, সোহেল, রবিকুল, স্বপন, রাসেল গংদের হামলায় রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আরএমও ডা.শাহনূর শুভ এই মৃত্যু নিশ্চিত করেন। গুরুতর আহত খালিদ (২২), রাসেল (২৭), হৃদয় (১৮) কে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক সাইদুজ্জামান মোস্তফা ও যুগ্ন আহবায়ক শরিফুল মাহমুদ শোয়েবের নেতৃত্ব তাৎক্ষনিক খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। অপরদিকে জেলা বিএনপি নেতা ভিপি সাইফুল ইসলাম সুমন ও উপজেলা বিএনপির নেতা সামীর হোসেন সাকীর নেতৃত্বে খুনীদের ফাঁসির দাবিতে আরো একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তাড়াইল থানা অফিসার্স ইনচার্জ ওসি সাব্বির রহমান বলেন, আগামী ১৫ জানুয়ারী উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র এই নিহতের ঘটনা ঘটেছে। গতকাল রাউতি ইউনিয়ন বিএনপির সভায় সভাপতিত্ব নিয়ে দুই গ্রপের মধ্যে এই দ্বন্দ্বের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ