• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় পারে মাদকমুক্ত সমাজ গড়তে: তানভীর

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
ছবি সংবাদ সংযোগ

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:- জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহসান হাবিব বলেছেন লেখাপড়ার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় পারে মাদকমুক্ত সমাজ গড়তে।

গতকাল সন্ধ্যার পর সারিয়াকান্দি বাগবেড় একতা সমাজ কল্যাণ ক্লাবের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন,একজন সুস্থ সংস্কৃতিমনা মানুষ কখনো অন্যায় তৎপরতা কিংবা মাদকাসক্ত ও সন্ত্রাসী কাজে অংশ নিতে পারে না। বরং সে সমাজের আলোকিত মানুষ হিসেবে এগিয়ে আসে সমাজের সাধারণ মানুষের জন্য।

উক্ত অনুষ্ঠানে অত্র ক্লাবের সভাপতি সেবিন আহমেদের সভাপতিত্বে পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জিসাসের সাধারণ সম্পাদক আরমান হোসেন ডলার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা,সহ-সভাপতি আব্দুল মান্নান,লাল মাহমুদ লাল। সার্বিক সহযোগিতায় ছিলেন, রুপক,শান্ত,রবিন, জিসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ