• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের ১০ কিমি মানববন্ধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
ছবি সংগৃহীত

 সংবাদ সংযোগ রিপোর্ট: গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪টি বন্ধ কারখানা খুলে দেওয়াসহ নানা দাবিতে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ মানববন্ধন করেছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানীবাজার থেকে নবীনগর পর্যন্ত প্রায় ২৫ হাজার পোশাক শ্রমিক এই মানববন্ধন করেন।

দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি নিয়ে অবস্থানরত শ্রমিক / ছবি সংগৃহীত

শ্রমিকরা জানান, আন্দোলনের পর গত বছরের ১৭ ডিসেম্বর শ্রমিকদের বেতন দেওয়া হয়। এরপর থেকে ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ১৪টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়। তখন থেকে কারখানার শ্রমিকরা বিভিন্ন সমস্যায় ভুগছেন। খেয়ে না খেয়ে পাঁচ মাস অতিবাহিত করেছেন তারা। এসব কারখানায় কর্মরত প্রায় ৪০ হাজার পরিবার অনিশ্চয়তায় ভুগছেন।

এ সময় দ্রুত কারখানা গুলো খুলে দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন কর্মসূচির টিম লিডার মো. সৈকত বলেন, ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। এরপর থেকে শ্রমিকরা বাসা ভাড়া দিতে পারছে না ও দোকান বিল দিতে পারছেন না। সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়া তাদের জন্যে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ কারণে আমরা কারখানার এলসিসহ সব কারখানা খুলে দেওয়া ও পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই মানববন্ধনে দাঁড়িয়েছি।

গত ডিসেম্বর মাসে বেতনের দাবিতে দফায় দফায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে বেক্সিমকোর শ্রমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ