• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

সাড়ে তিন ফুটের মডেল!

আপডেটঃ : বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭

উচ্চতায় সাধারণ মানুষদের মতো নন। খুঁত বলতে ওইটুকুই। কিন্তু সেই খুঁতই এখন তার শক্তি। এখানে তিনি আলাদা অন্যদের চেয়ে। সাড়ে তিন ফুট উচ্চতা নিয়েও তাই মডেলিং দুনিয়া মাতাচ্ছেন ড্রু প্রেস্টা।
আমেরিকার নেভাদার রেনো শহরে জন্ম ড্রু প্রেস্টার। তবে কর্মসূত্রে এখন লস অ্যাঞ্জেলসে থাকেন ড্রু। ২১ বছরের ড্রু জন্ম থেকে একোনড্রোপ্লাসিয়ার শিকার। এটি এক ধরনের বামনত্ব রোগ।
প্রাপ্ত বয়স্ক হলেও ড্রুয়ের উচ্চতা মাত্র ৩ ফুট ৪ ইঞ্চি। ছোট থেকে এই শারিরীক প্রতিবন্ধকতার কারণে নানা কটূক্তি শুনতে হয়েছে তাকে। কিন্তু কোনও বাধাই তার স্বপ্নের পথে আসতে পারেনি।
যেখানে মডেলিং দুনিয়ায় উচ্চতাটা একটা অন্যতম ফ্যাক্টর, সেখানে সাড়ে তিন ফুটের হলেও ড্রু পেশা হিসাবে বেছে নিয়েছেন মডেলিংকে। নিজের পেশার জন্যই রেনো ছেড়ে লস অ্যাঞ্জেলসে চলে আসেন ড্রু।
ড্রু মনে করেন, জীবনের লক্ষে যদি কেউ অবিচল থাকে তা হলে কোনও কিছুই তাকে আটকাতে পারবে না।
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ড্রু বলেন, মডেল ইন্ডাস্ট্রির উচিত সকলকে খোলা মনে গ্রহণ করা। সকলেই যেন তাদের স্বপ্ন পূরণ করার জন্য র‌্যাম্পে হাঁটতে পারে, সেটা হুইলচেয়ারে বসেই হোক, বা স্ক্রাচে ভর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ