• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

বাজারে কিছু সবজিতে বাড়তি দাম, বাকিগুলোতে স্বস্তি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মৌসুম না হওয়ায় কিছু কিছু সবজির দাম বাজারে দাম বাড়তি যাচ্ছে। তবে বাকি অন্য সব সবজিগুলোর দাম অন্যান্য সময়ের তুলনায় কম যাচ্ছে, ফলে সবজির বাজারে রোজাদারদের স্বস্তি রয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে সবচেয়ে বেশি দামি সবজির মধ্যে রয়েছে শজিনা। যার প্রতি কেজির দাম ১৮০ টাকা। বিক্রেতারা বলছে, বাজারে একেবারে নতুন এই সবজি। কেবল উঠতে শুরু করেছে, যে কারণে সরবরাহ কম, চাহিদা বেশি, সবমিলিয়ে এ সবজির দামই বর্তমানে বাজারে সবচেয়ে বেশি যাচ্ছে। এছাড়া এখন মৌসুম না হওয়ায় বাজারে পটল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকা, বরবটি ১২০ টাকা, করলা ১০০ টাকা, ঢেঁড়স ১০০ টাকায়। এছাড়া নতুন করে বেড়েছে বেগুনের দাম। আগে ৮০ টাকা তে বিক্রি হলেও বর্তমানে মানভেদে প্রতি কেজি প্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে বেগুন। এগুলো ছাড়া অন্য সবধরনের সবজির দামই বাজারে কম যাচ্ছে।

বাজারে প্রতি কেজি ঝিঙা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, পেঁপে ৪০ টাকায়, শিম ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, গোল আলু ৩০ টাকা, ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস ২০-৪০ টাকা, ক্ষীরা ৫০ টাকা, গাজর ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা। এছাড়া প্রতিপিস লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ টাকায়।

সাপ্তাহিক ছুটির দিনে আধুনিক শান্তিনগর বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী লিংকন আহমেদ। তিনি বলেন, বাজারে দুই ধরনের সবজি পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু সবজির দাম খুব বেশি, আবার বাকি সবজিগুলোর দাম নাগালের মধ্যেই আছে, সেগুলো কিনে স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে মৌসুম না হওয়ায় পটল, ঢেঁড়স, বরবটি, করলা এমন সব সবজির দাম ১০০ টাকা বা তার ওপরে বিক্রি হচ্ছে। আজ বেগুনের দাম বেশি। তবে বাকি সবধরনের সবজির দাম তুলনামূলক কম যাচ্ছে। সত্যি কথা বলতে অন্য বার রমজানের সবজির যেমন বাড়তি দাম থাকে, সেই তুলনায় এবার সবজির দাম তুলনামূলক কম।

রাজধানী মালিবাগ বাজারের আরেক ক্রেতা শহিদুল ইসলাম বলেন, আজ বাজারে বেগুনের দাম হঠাৎ করে বেড়ে গিয়ে ১০০ টাকা বা তার চেয়েও বেশি হয়েছে। এগুলোর দাম যারা সিন্ডিকেট করে বাড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। তবে অন্যান্য ৩-৪ আইটেমের সবজির বর্তমানে মৌসুম না হওয়ায় সেগুলোর দাম বেশি, সেটা না হয় মেনে নিলাম। কিন্তু শুধুমাত্র রমজান মাস হওয়ার জন্য, চাহিদা বেশি থাকায় বেগুনের দাম বাড়িয়ে রেখেছে অসাধু ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে এটা সত্য বাজারে অন্যান্য সবজির দাম বর্তমানে তুলনামূলক কম যাচ্ছে।

এ দিকে সবজির দাম বিষয়ে মগবাজারের সবজি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, এখন বাজারে সবজির দাম শীতের সময়ের মতোই তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে। তবে পটল, বরবটি, ঢেঁড়স, করলা এই ধরনের সবজির এখন মৌসুম নয়, যে কারণে সরবরাহ খুবই কম। তাই এই নির্দিষ্ট কয়েকটি সবজির দাম বাজারে বর্তমানে বেশি, এছাড়া অন্য সবজিগুলোর দাম তুলনামূলক কম যাচ্ছে। সবমিলিয়ে সবজির বাজার পরিস্থিতি বর্তমানে ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে।‌ নির্দিষ্ট ৩-৪ আইটেমের সবজি ছাড়া সবগুলোর দামই তুলনামূলক কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ