• রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

২০ বছর জেল হতে পারে টেসলার গাড়িতে হামলা করলে, ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২২ মার্চ, ২০২৫

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা টেসলার গাড়িতে হামলা চালালে সর্বোচ্চ সাজা হিসেবে ২০ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে!

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লেখেন, “যারা টেসলার গাড়ি নষ্ট করবেন, তাদের ২০ বছরের জন্য জেলে যাওয়ার খুব ভাল সুযোগ রয়েছে। তাদের মধ্যে আর্থিক মদতদারাও রয়েছেন।”

গত কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্রে টেসলার গাড়ি রয়েছে এমন দোকানে, চার্জিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার লাস ভ‌েগাসে টেসলার দাঁড়িয়ে থাকা পাঁচটি গাড়িতে আগুন ধরে যায়। এটিকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ পুলিশ।

প্রসঙ্গত, টেসলা বিশ্বের বৈদ্যুতিক গাড়ি নির্মাণে প্রথম সারির একটি সংস্থা। আর এই সংস্থার মালিক ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ শিল্পপতি হিসেবেই পরিচিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প ইলন মাস্ককে আমেরিকার দক্ষতা বিষয়ক দফতরের শীর্ষ পদে বসিয়েছেন। ইতোমধ্যেই সেই দফতরের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

ঘটনাচক্রে, ইলন মাস্ক ওই প্রশাসনিক পদে বসার পরেই টেসলার গাড়ি বা দোকান লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। এবার এই বিষয়ে মুখ খুলে ট্রাম্প অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন। সূত্র: ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ