• মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১:২২ অপরাহ্ন

উখিয়ায় জমি বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷
রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, জমির সীমানা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। কয়েকদিন ধরে এই নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। আজকে সেটি বড় আকারে পরিনত হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর ৩ জনের মৃত্যু হয়। নিহতের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছেন। বাকি দুজন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন। মৃত তিনজনের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা যায়।

উখিয়া থানার ওসি আরিফ বলেন, কুতুপালং এলাকায় জমি বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ