আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার সান্তাহারে দূর্বৃত্তরা আমিরুল ইসলাম(৩৬) নামের এক টাক্টার চালকে ছুরিকাঘাতে হাতের রগ ও মাথায় আঘাত করে হত্যা করে বাড়ির পাশে রেল লাইনের ধারে ফেলে রেখে গেছে। সে আদমদিঘী উপজেলার পোঁওতা টিকরী পাড়া গ্রামের আব্দুস সালাম গহের আলীর ছেলে বলে জানা গেছ। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গাছে, শনিবার সকালে তার লাশ বাড়ির পাশে রেললাইনের ধারে পড়ে থাকতে দেখতে পায় প্রতিবেশী ও পরিবারের লোকজন। এলাকাবাসী জানান ট্রাক্টার চালক আমিরুল ইসলাম দীর্ঘদিন থেকে পোঁওতা টিকরী পাড়া রেললাইনের পাশে বসবাস করে আসছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোঃ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে অন্যস্থানে কোন স্থানে হত্যা করে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুর ঘটনা সাজাতে উল্লেখিত স্থান রেলাইনের পাশে লাশ ফেলে রেখে গেছে। পাকশি রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জুনায়েদ বাফরাধ সান্তাহার রেলওয়ে থানার ওসি মোঃ হাবিবুর রহমান, এবং বগুড়ার সিবিআই এর এস আই মোঃ আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ রিপোর্ট লেখা ছাপাচ্ছেন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।