• বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

গীতা পরিবারের উদ্দোগে সোনাতলায় দুটি গ্ৰামে শিক্ষা উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

রেজাউল করিম মানিক:- প্রাণঘাতী করোনা কালীন সময়ে স্বাস্থ্য সেবা মেনে চলার রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী ঘরে থাকাটায় শ্রেয় অন্যদিকে ৬/৭জন মানুষ একত্রিত হতে কিছুটা বাঁধা ছিলো। ঠিক সেই সময়ে হিন্দু সম্প্রদায়ের গুটি কয়েক অবসরপ্রাপ্ত বাংকার মিলে মুঠোফোনের মাধ্যমে আলাপ আলোচনান্তে হিন্দু বা সনাতন ধর্মের সর্ব শ্রেষ্ঠ ধর্ম গ্ৰন্থ্য শ্রীমদ্ভগবতগীতার
নামানুসারে গীতা পরিবার নামক সংগঠন নাম-করন ঠিক করেন। তাদের উদ্দেশ্য অবসর কালীন সময় পার করা সহ ধর্মীয় চর্চা করা।এরপর থেকে চলে প্রতিদিন অনলাইনের মাধ্যমে গীতার শ্লোকের তাৎপর্য সম্বলিত বিষয়ক তাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে জ্ঞান অর্জন।

গীতা পরিবার সদস্যদের দাবি আমরা পার্থিব জগতের সুখের আসায় নয় পরমার্থিক জগতের শান্তি লাভে একত্রিত হয়েছি। পরবর্তী সময়ে নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে একটি ফান্ড তৈরি করেন তারা।সেই টাকা দিয়ে বেশকিছু স্থানে হিন্দু ধর্মালম্বীদের মাঝে গীতা স্কুল স্থাপন ও শিক্ষার্থীর মাঝে শ্রীমদ্ভগবতগীতা,ব্যাগ,খাতা সহ শিক্ষা উপকরণ বিতরণ করেন। এর ধারাবাহিকতায় গতকাল (১২ এপ্রিল) শনিবার বগুড়া সোনাতলা উপজেলার পাকুল্যা ঘোষপাড়া ও লোহাগাড়া গ্ৰামের গীতা পরিবারের পক্ষ থেকে হিন্দু ধর্মালম্বী খুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

গীতা পরিবারের উদ্দোগে ও লোহাগাড়া রাঁধা গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ওই মন্দির কমিটির সভাপতি ও ধর্মীয় অনুরাগী দিলিপ কুমার রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতা পরিবার বাংলাদেশ এর পরিচালক বাবু সুরজিৎ কুমার সাহা ও বাবু উৎপল কুমার দাস।এসময় দু’জন পরিচালক তাদের বক্তব্যে বলেন,আমরা পার্থিব জীবনের শান্তি লাভের আশায় নয় পরমাথিক জগতের শান্তি লাভের আশায় আমাদের ধর্মের শ্রেষ্ঠ ধর্ম গ্ৰন্থ্য গীতা আর সেই গীতা পরিবারের পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে দেশব্যাপী কাজ করে যাচ্ছি। সবার ঐকান্তিক প্রচেষ্টায় এধরনের মহুতি কাজে আমরা ব্রতী হয়ছি।

তাদের দাবি হিন্দু ধর্মালম্বীদের(সনাতন)মতে মুক্তির একমাত্র পথ প্রদর্শক হলো শ্রীমদ্ভগবতগীতা। এসময়ে আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক বিকাশ স্বর্ণকার, সাংবাদিক মোশারফ হোসেন মজনু,মানবাধিকার কর্মী বিপুল সাহা,বিদু ভূষণ রায়,বিউটি রানী,প্রমিলা বালা প্রমুখ। অপরদিকে একই দিনে পাকুল্যা ঘোষপাড়া কালী মন্দিরে গীতা পরিবারের উদ্দোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় গীতা পরিবারের পরিচালক সহ মন্দিরের সভাপতি বিপুল সাহা,অঞ্জলী রানী সাহা সহ ওই গ্ৰামের খুদে শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রীমদ্ভগবতগীতার শ্লোক ও দেবদেবীর প্রনাম মন্ত্র খুদে শিক্ষার্থীরা পাঠ করেন অতিথিদের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ