• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

ভালোবাসা দিবসের জন্য সাব্বির-মৌটুসীর ‘মিথজীবী’

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

আসছে ভালোবাসা দিবসে চ্যানেল আইতে প্রচারিত হবে ড. মঈনুল খানের মূল গল্পে, জিনাত হাকিমের চিত্রনাট্যে এবং আজিজুল হাকিমের নির্দেশনায় নির্মিত টেলিফিল্ম ‘মিথজীবী’।
নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও গুণী অভিনেত্রী মৌটুসী বিশ্বাস।
‘মিথজীবী’ টেলিফিল্মের মূল বিষয়বস্তু প্রসঙ্গে জিনাত হাকিম জানান, সম্পর্কেও নির্ভরতার কারণে সম্পর্কগুলো আরও নিবিড়ভাবে গভীর হয়। তাই হচ্ছে ‘মিথজীবী’ টেলিফিল্মের গল্পের মূল কথা। মানুষে মানুষের সম্পর্কে আস্থা, বিশ্বাস, ভালোবাসা থাকবে। কিন্তু তারপরও যখন একটি সম্পর্কে নির্ভরতা তৈরি হয়, তখন তা আরও গভীর হয়।
এরইমধ্যে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডির বিভিন্ন মনোরম লোকেশনে টেলিফিল্মটির শুটিং হয়েছে। প্রথমবারের মতো মীর সাব্বির এবং মৌটুসী বিশ্বাস আজিজুল হাকিমের নির্দেশনায় অভিনয় করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ