• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

কপিল দেব হয়ে রুপালী পর্দায় ফিরবেন রণবীর

আপডেটঃ : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

ক্রিকেট ইতিহাসের এ পর্যন্ত সেরা অল-রাউন্ডারদের শর্টলিস্ট তৈরি করা হয় তাতে ওপরের দিকেই থাকবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। ১৯৮৩ সালের ভারতের প্রথম বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে নিয়ে এবার তৈরি হচ্ছে বায়োপিক। ‘৮৩’ নামের এই বায়োপিকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী বছর।
প্রোযোজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৯ সালের ৩০ আগস্ট ছবিটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে। সিনেমায় কপিলের ভূমিকায় দেখা যাবে আলোচিত সুপারহিট মুভি ‘পদ্মাবত’র আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করা রণবীর সিংকে। ছবিটি পরিচালনা করছেন কবীর খান। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্ব ভারতের বিশ্বকাপ জয়ের কাহিনীই ফুটিয়ে তোলা হবে এই সিনেমায়।
ক্রিকেট অনুরাগীরা ইতিমধ্যে বড় পর্দায় মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপ জয় দেখে ফেললেও কপিলের বিশ্বজয় এখন দেখা হয়ে ওঠেনি। সেই অভিজ্ঞতাই এবার পেতে চলেছে ক্রিকেটভক্তরা। ফাইনালে তখনকার ভয়ংকর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১৯৮৩ বিশ্বকাপ জিতেছিল কপিলের ইন্ডিয়া। ভারতের ১৮৩ রান তাড়া করতে নেমে লর্ডসের মাটিতে ১৪০ গুটিয়ে যায় ক্লাইভ লয়েডের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত।
কপিলের বায়োপিক সিনেমার পরিচালক কবীর খান বলেছেন, ‘ছেলেবেলায়, ১৯৮৩ সালে কপিল দেবের বিশ্বকাপ জয় টিভির পর্দায় দেখছি। এই বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেটে নতুন জোয়ার এসেছিল। সিনেমা বানাতে গিয়ে সেই সময়ের ভারতীয় দলের অজানা সব গল্প উঠে এসেছে। সেই অজানা গল্পও থাকছে এই সিনেমায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ