• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

৯ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ককটেল বোমা উদ্ধার

আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সকাল আনুমানিক ০৯৫০ ঘটিকায় অত্র ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফতেপুর বিওপির দায়্ত্বিপূর্ণ সীমান্ত পিলার ১০/২-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার সওড়াপাড়া পদ্মার চর এলাকা দিয়ে ০২জন দুস্কৃতিকারী ০২টি বালতি নিয়ে এবং সংশ্লিষ্ট কিছু লোক পদ্মানদী পার হওয়ার উদ্দেশ্যে রওনা করে। তাৎক্ষণিকভাবে ফতেপুর বিওপির একটি টহল দল তাদেরকে আটকের জন্য উক্ত এলাকায় গমন করে ধাওয়া করলে দুস্কৃতিকারীরা দূর থেকে টহল দলকে দেখে ককটেল ফাটিয়ে দ্রুত পদ্মানদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে দুস্কৃতিকারীরা ককটেল বোমের ০১টি বালতি সওড়াপাড়া পদ্মারচরে এবং ০১টি বালতি নিয়ে পদ্মনদী পার হয়ে পদ্মানদী লক্ষিরচরে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় রঘুনাথপুর বিওপির একটি টহল দল স্পীড বোট যোগে দ্রুত গতিতে লক্ষীরচর এলাকায় সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করে চরের মধ্যে হতে ১৮টি ককটেল বোমা ভর্তি একটি বালতি উদ্ধার করে। এছাড়াও সওড়াপাড়া পদ্মাচরে বালু দিয়ে ঢেকে রাখা ককটেলের বালতিটি ফতেপুর বিওপির টহল দল সনাক্ত করতে সক্ষম হয়েছে। বর্তমানে বালতিটি বালির মধ্যেই রয়েছে, শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়েছে, পুলিশ কর্তৃক ককটেল বোমার বালতি উদ্ধার করা হবে। ধারণা করা যাচ্ছে যে, দেশে বিরাজমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা/অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এই ককটেল বোমাগুলো চাঁপাইনবাবগঞ্জ শহর/শিবগঞ্জ উপজেলা শহরে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারিতা, অক্লান্ত প্রচেষ্টা ও দুঃসাহসিক অভিযানের ফলে তা নস্যাৎ করা সম্ভব হয়েছে। উল্লেখ্য যে, পরবর্তীতে ফতেপুর বিওপির টহল দল ০২ জন দুস্কৃতিকারীকে সনাক্ত করতে সক্ষম হয়, তারা হলোঃ মোঃ হিরো (২৫), পিতা- মৃত আজিজুল হক ও মোঃ তরিকুল (৩০), পিতা-মোঃ আশরাফুল উভয়ের গ্রাম-গাইপাড়া, পোষ্ট-চর হাসানপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।উদ্ধারকৃত ককটেল বোমাগুলো শিবগঞ্জ থানায় জমা করে পলাতক দুস্কৃতিকারী ও সংশ্লিষ্ট দুস্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ