• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

বোরহান উদ্দিন গ্রেফতার॥অত:পর জামিন

আপডেটঃ : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

মোঃ নজরুল ইসলাম(সিরাজগঞ্জ) প্রতনিধি॥
বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গতকাল সিরাজগঞ্জ সদর থানা পুলিশ বোরহান উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত বোরহান উদ্দিনের জামিন মঞ্জুর করে। এ ছাড়া গত বুধবার সন্ধায় সদর উপজেলার কালিয়া গ্রামের দরিদ্র অসহায় লোকজন একত্রিত হয়ে সিরাজগঞ্জ প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির নিকট বোরহান উদ্দিনের বিরুদ্ধে জমি দখল, মারপিটসহ এলাকার মানুষের উপর নির্যাতনের অভিযোগ করে। এ সময়  অভিযোগকারীরা বোরহান উদ্দিন তালুকদারের অত্যাচারে প্রতিকার চেয়ে অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির নিকট অভিযোগ করে। ভুক্তভোগিরা উল্লেখ করেন বোরহান উদ্দিন তালুকদার কালিয়া একটি গরুর ফার্ম করেছেন। গরুর ফার্মের জন্য জোরপূর্বক জায়গা দখল করে নিচ্ছে। জায়গা দিতে অস্বিকার করলে বোরহান উদ্দিন তালুকদার এবং তার লোকজন অসহায় গরীব মানুষদের উপর শারীরিক নির্যাতন সহ বিভিন্ন নির্যাতন করে থাকে। এর পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন, অপরাধ করলে শাস্তি পেতে হবে। তিনি কালিয়া গ্রামের জমির মালিকদের আশ্বাস দিয়ে বলেন আপনারা সঠিক বিচার পাবেন। যাদের মারপিট করা হয়েছে তারা থানায় গিয়ে মামলা করবেন। ঘটনা সঠিক হলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি সিরাজগঞ্জ পুলিশ সুপারকে এবিষয়ে ব্যবস্থা গ্রহণের নিদের্শনা প্রদান করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিনসহ আওয়ামীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ