সংিড়া(নাটোর)প্রতনিধি॥ি
নাটোররে সংিড়ায় কৃষকরে জোড়র্পূ জমি দখলরে অভযিোগ উঠছেে । ১নং সুকাশ ইউ.পি চয়োরম্যান আব্দুল মজিদ,মাহাবুর রহমান,মোঃ কাফি এইতিন জনের বিরুদ্ধে কৃষক আতাউর রহমান মোকাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত,নাটোরে এ মামলা দায়ের করেন।
জানা যায়, কৃষক আতাউর রহমান তপশীল ভুমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করিয়া আসছে। কিন্তু গত শনিবার অনুমান ১০টায় ৩৫/৩৬ জন শ্রমিক লইয়া জমিতে এসে জোর পূর্বক মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে নিষেধ করেন কিন্তু তার নিষেধ অমান্য করে উল্টো কৃষককে মারপিট ও খুন জখমের হুমকি সহ তার উপড় হামলা চালায়, এলাকার স্থানীয় লোকজনের সহায়তায় সে প্রাণে বেঁচে যায়।
এবিষয়ে কৃষক আতাউর রহমান জানান, যে কোন মুহুর্তে জোড় পূর্বক ধানি জমির মাটি কেটে নিয়ে যাবে বলে চেয়ারম্যান ও মেম্বারের লোকজন আমাকে এবং আমার পরিবারকে হুমকি দিচ্ছে।
ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, জনস্বার্থে সেখানে আমি গিয়েিেছলাম। তবে জমি জবর দখল নয়, রাস্তা করার জন্য।