• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেটঃ : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পিরোজপুর
বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন
গতকালের পর
২১। সরকার কত সালের মধ্যে নিরক্ষরতা দূর করতে অঙ্গীকারাবদ্ধ ?
ক. ২০১৭  খ. ২০১৬   গ. ২০১৫    ঘ. ২০১৪
২২। সরকার কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ ?
ক.২০১৫  খ. ২০১৬   গ. ২০১৭     ঘ. ২০১৮
২৩। সরকার নারীশিক্ষা প্রসারে কী পদক্ষেপ নিয়েছে ?
i.প্রাথমিক স্তরে বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ
ii. মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ
iii. মেয়েদের উপবৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক ?
ক. i, ও iii  খ. i,ii ও iii    গ. i ও ii                 ঘ. i
২৪। কোথায় বিয়ের রেজিস্ট্রি হয় ?
ক. কোর্টে   খ.মসজিদে
গ. কাজি অফিসে          ঘ. ইউনিয়ন পরিষদে
২৫। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু করা হয়েছে কেন ?
ক. শিক্ষার হার বাড়ানোর জন্যে       খ. নিরক্ষরতা দূর কারার জন্যে        গ.পরিবার ছোট রাখার জন্যে  ঘ.জনসংখ্যা বাড়ানোর জন্যে
২৬। শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে ?
ক. ২০০৯   খ ২০১০      গ. ২০১১ ঘ.২০১২
২৭। বর্তমানে নারীরা কোন শিল্পে বেশিসংখ্যায় অংশ নিচ্ছে ?
i.পোশাকশিল্প
ii. কারুশিল্প
iii. কুটিরশিল্প
নিচের কোনটি সঠিক ?
ক. i, ও iii খ. i,ii ও iii    গ. i ও ii ঘ. i
২৮। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ?
ক.বীমা কোম্পানি         খ. বেসকারি ব্যাংক
গ. বেসরকারি এনজিও ঘ. প্রিন্টিং মিডিয়া
২৯। মুক্তিযুদ্ধ পরর্বতী সময়ে কারা বাংলাদেশের মানুষকে পুনর্বাসনের মাধ্যমে তাদের কাজ শুরু করে ?
ক. বেসরকারি ব্যাংক    খ.বীমা কোম্পানি
গ. বেসরকারি এনজিও ঘ. দাতা সংস্থা
৩০। নিচের কোনটি কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের কাজ ?
ক. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা খ. সমাজ সচেতন করা
গ. ভিন্ন মানসিকতা তৈরি
ঘ. বিয়ে রেজিস্ট্রেশন করানো
৩১। জনসংখ্যা নিয়ন্ত্রনে কোন কাজটি এনজিও করে থাকে ?
ক. বাল্যবিবাহ রোধে উত্সাহী করা
খ. তাড়াতাড়ি বিয়েতে উত্সাহ দেয়া
গ. বহুবিবাহে উদ্বুদ্ধকরণ
ঘ. বিবাহ না করতে পরামর্শ প্রদান
৩২। বেসরকারি সংস্থাগুলো জনসংখ্যা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিও জন্যে কোন উপকরণগলো ব্যবহার করে থাকে ?
i. সাময়িকী  ii. নিউজলেটার   iii. পোস্টার
নিচের কোনটি সঠিক ?
ক. i, ও iii খ. i,ii ও iii গ. i ও ii ঘ. i
উত্তমালা ঃ ২১। ঘ ২২। ক ২৩। খ ২৪। গ ২৫। গ ২৬। খ ২৭। খ ২৮। গ ২৯। গ ৩০। ক ৩১। ক ৩২। খ
৩৩। কিসের ওপর একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভশীল ?
ক.ভৌত অবকাঠামো     খ. প্রশাসনিক দুর্বলতা
গ. জনসংখ্যা                ঘ. অদক্ষ জনবল
৩৪। আমেরিকায় প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে ?
ক. ৩২ জন                 খ. ৩৩ জন
গ. ৩৪ জন ঘ. ৩৫ জন
৩৫। আমেরিকার জনগণের মাথাপিছু আয় কত ?
ক.৪৫,৯৭০ মার্কিন ডলার
খ. ৫১১৬৩ মার্কিন ডলার
গ. ৪৭,৯৭০  মার্কিন ডলার
ঘ. ৪৮,৯৭০ মার্কিন ডলার
৩৬। বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে ?
ক. ১০০০জন              খ. ৯৯৯ জন
গ.১০১৫ জন               ঘ. ৯৯২ জন
৩৭। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত ?
ক. ১০০০ মার্কিন ডলার খ. ৯৮০ মার্কিন ডলার গ. ৯৭০ মার্কিন ডলার ঘ. ১১৯০ মার্কিন ডলার
৩৮। একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি হবে তা কিসের ওপর নির্ভর করে ?
i. দেশটির অর্থনৈতিক পরিকল্পনা
ii.জনসংখ্যা নীতির কার্যকর প্রয়োগ
iii.জনসংখ্যা নীতির ওপর
নিচের কোনটি সঠিক ?
ক. i, ও iii খ. i,ii ও iii  গ. i ও ii    ঘ. i
৩৯। বাংলাদেশ কী ধরনের দেশ ?
i.জনবহুল     ii.উন্নয়নশীল             iii.উন্নত
নিচের কোনটি সঠিক ?
ক. i, ও iii খ. i,ii ও iii   গ. i ও ii   ঘ. i
৪০। জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে ?
ক.জনসংখ্যানীতি খ. জনসংখ্যার হিসার গ.সংখ্যানীতি ঘ.জনসংখ্যার পরিসংখ্যান
উত্তরমালা ঃ  ৩৩। গ ৩৪। ক ৩৫। খ ৩৬। গ ৩৭। ঘ ৩৮। খ ৩৯। গ ৪০। ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ