রাজধানীতে আবারও জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বৃহস্পতিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করতে চায় দলটি।
সোমবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জনসভার ঘোষণা দেন।
রিজভী বলেন, বৃহস্পতিবার জনসভা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ তথা পুলিশ, গণপূর্ত দপ্তর ও সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে। জনসভার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রিজভী বলেন, বর্তমান রাজনৈতিক বিষয় নিয়েই এই জনসভা হবে। জনসভায় কী ঘোষণা হবে সেটা সেদিনই জানতে পারবেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি।