আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কারো খেয়াল খুশি মতো সংবিধান পরিবর্তন করার কোন সুযোগ নেই। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আজ শনিবার কুষ্টিয়া জিলা স্কুলে অনুষ্ঠিত ‘মা’ সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হনিফ বলেন, বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা আইন মেনে চলতে চায় না। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।
‘সারাদেশে কয়েক হাজার গায়েবী মামলায় লাখ লাখ বিএনপি নেতাকর্মীদের আসামী করে গ্রেফতার করা হচ্ছে, বিএনপি নেতৃবৃন্দের এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, অপকর্ম করলেই তার বিরুদ্ধে মামলা হবে, সুনির্দিষ্ট মামলার অভিযোগে শাস্তি হবে। অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই।
তিনি বলেন, বিএনপি যে সমস্ত অপকর্ম করেছে তার খেসারত এখন দিতে হচ্ছে। তারা ভেবেছিল মানুষ পুড়িয়ে হত্যা করে পার পাওয়া যাবে। নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আমলে এটা সম্ভব নয়।