আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এশিয়া কাপে ভারতের সঙ্গে বাংলাদেশের পরাজয়ের বিষয়ে বলেছেন, আমাদের সবারই মন খারাপ। এর কারণ, বিতর্কিত সিদ্ধান্তে আমরা ক্রিকেটে হেরে গিয়েছি। কিন্তু আমরা প্রকৃতপক্ষে হারিনি, হারব না। শেষ বল পর্যন্ত ঘাম ঝরিয়ে ভারতকে বিজয় দেখতে হয়েছে।
আজ শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে এক আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা হয়।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের টাইগাররা চোট খেয়েছে। কিন্তু এশিয়া কাপের ফাইনালে শেষ মুহূর্ত পর্যন্ত কয়েকবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে বাংলাদেশ লড়াই করেছে।
বিএনপির সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশ নিয়ে পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে কথা হয়েছে। বিএনপি সমাবেশের অনুমতি পাবে।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিরা জাতিসংঘের নিচের সারির কর্মকর্তার সঙ্গে দেখা করেছিলেন। জাতিসংঘ নাকি তাঁদের পক্ষে দাঁড়াবে- এ কথা দেশে এসে বলেছিলেন। গতকাল শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেছেন, বাংলাদেশে আজ যে পরিস্থিতি বিরাজ করছে, তার জন্য শেখ হাসিনার সরকার ও জনগণের প্রতি পূর্ণ আস্থা রয়েছে।