কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তি,সরকারের পদত্যাগসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর-বিএনপির পক্ষ থেকে দলের নেতারা এই স্মারকলিপি দেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এমবিএম এ রাজ্জাকের নেতৃত্বে অংশ নেন- মহানগরীর উত্তরা পূর্ব থানা বিএনপির অ্যাডভোকেট এফ ইসলাম চন্দন, রূপনগর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আউয়াল, মিরপুর থানার বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ উদ্দিন, রূপনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক প্রমুখ।
বিএনপির স্মারকলিপিতে বলা হয়েছে, একটি কল্যাণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণ করার লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে সবার কাছে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য এই স্মারকলিপি সরকারের কাছে পাঠানোর অনুরোধ রইল।
গত রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা থেকে সারাদেশে জেলা প্রশাসক বরাবর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য ৭ দফা দাবি পেশ করে বিএনপি। এজন্য দু’দিনের কর্মসূচিও ঘোষণা করে দলটি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।