• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

লঙ্কানদের ৭৬ রানে অলআউট করে নিউজিল্যান্ডের বিশাল জয়

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

নিউজিল্যান্ড সফরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম বড় ব্যবধানে হেরেছে তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অকল্যান্ডে শনিবার (২৫ মার্চ) লঙ্কানদের ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিকরা। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করে কিউইরা সব উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে। জবাবে হেনরি শিপলের তোপে মাত্র ৭৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া চামিকা করুনারত্নে ১১ ও লাহিরু কুমারা করেন ১০ রান। বাকিদের মধ্যে কেউই দশের ঘরও ছুঁতে পারেননি। বল হাতেনিউজিল্যান্ডের হয়ে শিপলে নেন ৫ উইকেট। ২টি করে উইকেট পান ড্যারেল মিচেল ও ব্লেয়ার তিকনার। রান আউট হন নুয়ানিদু ফার্নান্দো।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৩৬ রান তোলে নিউজিল্যান্ড। ১৪ রান করে ছাদ বৌস আউট হলেও হাফসেঞ্চুরি করেন আরেক ওপেনার ফিন অ্যালেন। উইল ইয়ং ২৬ রান করে আউট হওয়ার পর ৫১ রান তোলে করুনারত্নের শিকার হন অ্যালেন। হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েছিলেন ড্যারেল মিচেলও। কিন্তু মাত্র ৩ রান দূরে থাকতে তাকে প্যাভিলিয়নে পাঠান লাহিরু। রাচিন রবীন্দ্র করেন ৪৯ রান। বাকিদের মধ্যে গ্লেন ফিলিপস ৩৯ ও ইশ সোধি করেন ১০ রান।

শ্রীলঙ্কাদের পক্ষে একাই ৪ উইকেট নেন করুনারত্নে। ২টি করে উইকেট পান কাসুন রাজিথা ও লাহিরু কুমারা। একটি করে উইকেট নেন দিলশান মদুশাঙ্কা ও দাসুন শানাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ