• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

ফের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। নিহত যুবককে গুলি ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত হলেন উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ওয়েস্ট-এর বাসিন্দা নুর ইসলামের ছেলে হাফেজ সৈয়দ আলম (২৮)। রবিবার (০২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রবিবার দিবাগত রাতে সাহরি খাওয়ার সময় ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল হাফেজ সৈয়দ আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, নিহত হাফেজ সৈয়দ আলম সন্ত্রাসবিরোধী ছিলেন। এ কারণে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তীতে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএনের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ