• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

আসল পুলিশের হাতে ভুয়া পুলিশ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

পুলিশের এসআই পরিচয়ে প্রতারণার সময় নজরুল ইসলাম (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

|
গ্রেপ্তার নজরুল ইসলাম টাঙ্গাইলের দেলদুয়ারের চুনকাই গ্রামের মৃত রহম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে নজরুল ইসলাম মোটরসাইকেল করে ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ বাজারে যান। তার হাতে ওয়াকিটকি ছিল। তিনি ওই বাজারের ব্যবসায়ী আজিজুল হকের কাছে নিজেকে ভালুকা মডেল থানার এসআই পরিচয় দেন।

পুলিশ পরিচয়ে তিনি ওই ব্যবসায়ীকে বলেন, তার কাছে অটোরিকশার ৪০০ পুরোনো ব্যাটারি আছে, সেগুলো কিনতে হবে। ওই ব্যবসায়ী ব্যাটারি কিনতে অস্বীকৃতি জানান। পরে নজরুল জোর করে ১৫টি পুরোনো ব্যাটারি এক লাখ পাঁচ হাজার টাকা দাম ঠিক করে তাকে কিনতে জোরাজুরি করেন। স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটকে রেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুলকে আটক করে থানায় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ব্যবসায়ী আজিজুল ইসলাম বাদী হয়ে নজরুলের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ