• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

বগুড়ায় কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ মে, ২০২৩

বগুড়ায় কৃষকের এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিল শহর স্বেচ্ছাবেক লীগ। শনিবার দুপুরে শহরের ১৪নং ওয়ার্ড ছিলিমপুর এলাকার কৃষক রঞ্জু শেখের জমির ধান কেটে কর্মসূচির উদ্বোধন করেন নেতাকর্মীরা।

কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লিটন শেখ, সহ-সভাপতি রাসেল মন্ডল, আতিকুর রহমান শুভ, মাসুদ আহম্মেদ, রায়হান শেখ, শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় শেখ, আরমান সরকার লিখন, মিথুন, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, নাসের শেখ, দফতর সম্পাদক সাজন ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শফিউল আলম শিম্পু, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিনহাজ শেখ আপেল, ১৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন প্রমুখ।

এসময় শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় আমরা বগুড়ায় ধান কাটা কর্মসূচি আজ (শনিবার) থেকে শুরু করেছি। বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। কোনও কৃষকের ধান মাঠে রেখে আমরা ঘরে ফিরব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ