• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণী

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ মে, ২০২৩

ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ভাটা পড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। প্রেমিক আজাদ মৃধা (২২) উপজেলার গট্টি ইউনিয়নের দরগা গট্টি গ্রামের আইয়ুব মৃধার ছেলে।

শুক্রবার (১২ মে) দুপুর ১২টা থেকে ওই তরুণী (১৮) বিয়ের দাবিতে প্রেমিক আজাদ মৃধার বাড়ির সামনে অনশনে বসেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় বছর খানেক আগেও ওই তরুণী আজাদের বাড়িতে আসেন। পরে স্থানীয়দের মাধ্যমে মীমাংসা হয়। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় প্রেমিকা শুক্রবার দুপুরে এসে অনশনে বসেছেন।

অনশনরত তরুণী বলেন, রং নম্বরে আমার সঙ্গে আজাদের পরিচয় হয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মাঝে-মধ্যেই দুইজন দেখা করি। আমাদের মধ্যে অনেকবার শারীরিক মেলামেশাও হয়। মেলামেশার কারণে আমার পেটে বাচ্চা আসে। পরে বিষয়টি তাকে জানালে তার কথামতো বাচ্চা নষ্ট করে ফেলি। আর বিষয়টি উভয় পরিবারই জানতো।

তিনি বলেন, আজাদ দেড় বছর আগে আরব আমিরাতে চলে যায়। সে বিদেশ থেকে এসে আমাকে বিয়ে করবে বলে। কিন্তু চার মাস থেকে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখন কোনো উপাই না পেয়ে তার বাড়িতে এসে অনশন করছি।

এ বিষয়ে প্রেমিক আজাদ মৃধার বাবা আইয়ুব মৃধা বলেন, আমার ছেলে দেশের বাইরে আছে। এসব বিষয়ে সে আমাদের কিছুই জানায়নি। ওই মেয়ে আসার পরে আমি আমার ছেলেকে কল দিই। ছেলে বলে এই মেয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মনির মোল্লা বলেন, বিয়ের দাবিতে একটি মেয়ে ওই ছেলের বাড়িতে অনশন করছে। শুনেছি ছেলেটি বিদেশ থাকে। শুক্রবার রাত ৮টা পর্যন্ত ওই বাড়িতে মেয়েটি ছিল বলে জানতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ