• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২২ মে, ২০২৩

মুন্সীগঞ্জে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার মুন্সীগঞ্জ শ্রীনগর রোডের হাতিমারা নামক স্থানে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে মাহফুজুর রহমানের ওপর ‘হত্যার উদ্দেশ্যে হামলা’ ও ‘ছিনতাই’ এর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আহত মাহফুজুর সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম এলাকার মজিবুর রহমানের ছেলে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মুন্সীগঞ্জের হাতিমারা থেকে আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে মাদক কারবারি সাকিব (২৬), আজমল (৩২), মো. পাপ্পু (২৬), নোমান (২৪), ৫ লিখনসহ (২২), অজ্ঞাতনামা বেশ কয়েকজন সন্ত্রাসীর আনাগোনা দেখা যায়। তারা দীর্ঘদিন যাবত পথচারীদের মালামাল ছিনতাইয়ে জড়িত। গত শনিবার রাতে সন্ত্রাসী গ্রুপটি গাড়ির গতি রোধ করে মাহফুজুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। তারা মাহফুজুরে পেট ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। সন্ত্রাসীরা মাহফুজের সাথে থাকা সাড়ে তিন লাখ টাকা একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত মাহফুজ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

মানববন্ধন থেকে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসী গ্রুপটিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ২০ মে শনিবার রাতে মাহফুজুর রহমান ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে পাইকপাড়া নামকস্থানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাই চক্র মাহফুজের গাড়ি গতিরোধ করে। তারা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখন করে। এ সময় তার সাথে থাকা সাড়ে তিন লাখ টাকা, একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ