• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

 ‘জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না , র‌্যাব

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ জুন, ২০২৩

র‌্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বলেছেন, ‘জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী যেই হোক না কেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ৩০ মে মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন র‌্যাব সদস্য এসআই উত্তম কুমার রায়। শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে তাকে দেখতে যান র‌্যাব মহাপরিচালক।
এসময় তিনি আরও বলেন, ‘সে যখন আহত হয় তাৎক্ষণিকভাবে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন উত্তম কুমার। তার শারীরিক অবস্থা চিকিৎসকদের সহযোগিতায় এখন অনেকটাই ভালো।’

খুরশীদ হোসেন বলেন, ‘আমরা ইতোমধ্যে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছি। এখনো অভিযান চলছে। জঙ্গি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।’

‘মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ