• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৫ জুন, ২০২৩

মানবপাচার মামলায় মো. জমির মোল্যা (৪০) ও তাসলিমা বেগম (৩৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৫ জুন) দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আসাদের বিরুদ্ধে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১৭ সালের একটি মানবপাচার মামলা রয়েছে। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২২ সালে তাদের যাবজ্জীবন সাজা প্রদান করেন। তবে রায় ঘোষণার পর থেকে সাজা থেকে বাঁচতে এই দম্পতি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। সবশেষ রোববার (৪ জুন) বিকেলে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ