চলতি জুলাই মাসে দেশের কিছু অঞ্চলে বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
রবিবার ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে জুলাই মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে এ পূর্বাবাস দেয়া হয়। সভায় জুন মাসের আবহাওয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত পর্যালোচনা করা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে জুলাই মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এসময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুলাই মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ দিন বিজলিসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এছাড়াও সারাদেশে ৩-৫ দিন বিজলিসহ হালকা বজ্রঝড় হতে পারে।
এই মাসে দেশে বিচ্ছিন্নভাবে মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। এসময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।
দেশের নদ-নদীর অবস্থা সম্পের্কে বলা হয়েছে, জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
অপরদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।