• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

একদিনে ফেনীতে ১২ জনের ডেঙ্গু শনাক্ত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ফেনীতে ১২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
বৃহস্পতিবার (২০ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ১০ জন ও জেলার অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জনসহ মোট ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত ফেনীতে মোট ৯৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৩ জন চলতি মাসেই আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে ৬৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, ডেঙ্গু আক্রান্তদের প্রায় সবাই ঢাকা-চট্টগ্রাম বা জেলার বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছে। গত সপ্তাহে দুজন রোগী আক্রান্ত হয়েছিল, যারা ফেনীর বাইরে যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ