• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

ডেঙ্গু ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী ও ২ মেয়রের পদত্যাগ চায় সিপিবি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও দুই সিটি মেয়র ফজলে নূর তাপস এবং আতিকুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে তাদের পদত্যাগ চেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর কেন্দ্রীয় কমিটি।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পুরানা জাতীয় প্রেস ক্লাব চত্বরে ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সিটি করপোরেশনের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে সিপিবির কেন্দ্রীয় নেতারা এ দাবি করেন।

সমাবেশে সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডা. এম এ সামাদ বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস ও উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই তাদের পদত্যাগ করা উচিৎ।

বর্তমানে দেশের ৫৯টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।’
তিনি আরো বলেন, ‘ডেঙ্গু রোগী নিয়ন্ত্রণে ২০২১-২২ অর্থবছরে ঢাকার দুই সিটি করপোরেশনের ১০২ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৫ কোটি টাকা বরাদ্দ করলেও তার কোনো প্রভাব ডেঙ্গু বিস্তারের ওপর পড়েনি। অর্থাৎ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি।’

সিপিবির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, ‘ডেঙ্গুর মহামারিতে মানুষ মরছে, এর দায় সরকার ও সিটি করপোরেশনের।

অবিলম্বে ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং ডেঙ্গু আক্রান্তদের সরকারি খরচে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার দাবি জানাচ্ছি।’
বর্তমান অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি জাতীয় দুর্যোগ ঘোষণা দিতে সারা দেশে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এডিস মশা নিয়ন্ত্রণ এবং আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিও করেন তারা।

বক্তারা বলেন, সিটি করপোরেশন যেভাবে জরিমানা করছে তা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে দেওয়ার প্রচেষ্টা। সরকার ও সিটি করপোরেশন তাহলে কী করছে? তারা কী ডেঙ্গু নিয়ন্ত্রণ করছে, নাকি ডেঙ্গু বিস্তারে কাজ করছে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ