• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

চুরি করতে গিয়ে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ীতে চুরি করতে গিয়ে তাজুল ইসলাম আকন (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে হত্যার দায়ে আসামি মো. হৃদয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৪ এর বিচারক খন্দকার এ টি এম তোফায়েল এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

রায়ের আগে হৃদয়কে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শাহ আলম ভূঁইয়া এ তথ্য জানান।

২০২০ সালের ১৯ জুলাই বেলা দেড়টার দিকে তাজুল ইসলাম বাসায় ফেরেন। তিনি দেখেন রুমের তালা ভাঙা। ভেতরে হৃদয়কে দেখতে পান। তিনি চোর চোর বলে চিৎকার করেন। তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে তাজুল ইসলামকে ছুরিকাঘাত করে হৃদয়। তাজুল ইসলামের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হন। সিঁড়ি দিয়ে দৌড়ে পালানোর সময় হৃদয়কে ধরে ফেলেন প্রতিবেশীরা। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিন নিহতের ভাই নুরুল ইসলাম যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। ২০২২ সালের ২০ মার্চ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

জানা গেছে, তাজুল বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার প্রয়াত আবদুল মালেক আকনের ছেলে। রাজধানীর শনিরআখড়ার গোবিন্দপুর হাজী মসজিদ এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সেখানে তার একটি ফার্মেসি ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ