• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

তারেক রহমানের লন্ডনের বাসায় নোর্টিশ পাঠাতে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
হাইকোর্ট। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান ও লন্ডনের বাসায় রুলের নোর্টিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া পত্রিকায় বিজ্ঞাপন দিতেও নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম, সাঈদ আহমেদ রাজা ও সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এছাড়া বিএনপিপন্থী আইনজীবী জয়নুল আবেদীন, কায়সার কামাল, বদরুদ্দোজা বাদল, মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।

এর আগে ৮ আগস্ট সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ আওয়ামীপন্থী আইনজীবীরা অনলাইনসহ সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানির জন্য দিন ঠিক করতে হাইকোর্টে আবেদন করেন।

এ সময় বিচারপতি. মো. খসরুজ্জামান জানতে চান, তারেক রহমানকে নোটিশ দেয়া হয়নি, তাহলে কীভাবে শুনানি হবে। তখন রিটকারী আইনজীবী কামরুল ইসলাম উত্তরে বলেন, উনাকে কোনো ঠিকানায় পাওয়া যায়নি। তবে এর তীব্র বিরোধিতা করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

পরে জয়নুল আবেদনী বলেন, বিধান অনুসারে বিবাদীদের নোটিশ দিতে হয়। এখন সঠিক ঠিকানায় নোটিশ পাঠাতে বলেছেন। আদালত বলছে বিকল্প পদ্ধতি হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া। এগুলো যথাযথভাবে ফলো করতে বলেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রুল শুনানির জন্য সেকশন থেকে যে নোটিশ পাঠানো হয়, সেখানে তারেক রহমানের ঠিকানা ভুল লেখা হয়েছে। রোড নম্বরের জায়গায় রুম নম্বর হয়েছে। গত বৃহস্পতিবার সংশোধিত ঠিকানা জমা দেন রিটকারীরা।

এর আগে গত ১০ আগস্ট তারেক রহমানের লন্ডনের ঠিকানা সংশোধন করে নতুন আবেদন আনতে বলেছিলেন হাইকোর্ট। এ সংশ্লিষ্ট আবেদন নতুন করে জমা দেয়ার পর আদালত আজ (রোববার) এ নির্দেশ দেন।

প্রসঙ্গত, আইনের দৃষ্টিতে পলাতক থাকায় তারেক রহমানের কোনো বক্তব্য কিংবা বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে তার বক্তব্য প্রকাশ ও প্রচার বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ