বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুটা ভালো করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
দুই ওপেনার ডিন এলগার ও অভিষিক্ত অ্যাইডেন মার্ক্রামের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথেই এগোচ্ছে প্রোটিয়ারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতির আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৯৯ রান। ডিন এলগার তার ক্যারিয়ারের নবম অর্ধশতক তুলে নিয়েছেন। তিনি ৫৬ রান নিয়ে ব্যাট করছেন।
অন্যদিকে একবার জীবন পেয়ে নিজের ইনিংসকে বড় করে চলেছেন মার্ক্রাম।
ব্যক্তিগত ২৮ রানে তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়েছিলেন মার্ক্রাম। তবে সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন মোস্তাফিজুর রহমান। তিনি ৪২ রানে অপরাজিত আছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা জার্সিতে খুব বেশি ভালো করতে পারেনি বাংলাদেশ। অতীত রেকর্ড তাই বলছে।
এর আগে ১০ টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছিল দুই দল।
যেখানে ৮টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে ৭টিই ছিল ইনিংস ব্যবধানে জয়। অন্যদিকে দুইটি ম্যাচ ড্র হয়েছিল। যদিও তা বৃষ্টির কল্যাণে।