• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায় আ’লীগ: রিজভী

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে তারা (আওয়ামী লীগ) আরও বেশ কিছুটা সময় ক্ষমতায় টিকে থাকা যায় কিনা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

রিজভী বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার গত ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্তমানে রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগিয়ে আরও বেশ কিছু সময় ক্ষমতায় টিকে থাকতে চায়।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় বিএনপি না থাকলেও সমস্যা নেই। কারণ এই ইস্যুতে এখন জাতীয় ঐক্য হয়ে গেছে। আমি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উদ্দেশে বলতে চাই- ওবায়দুল কাদের সাহেবরা জাতীয় ঐক্য চাইবেন না। কারণ তারা রোহিঙ্গা সংকটের সমাধান চান না।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের এই বিশাল জনগোষ্ঠীকে কূটনৈতিক উপায়ে মিয়ানমারে ফেরত পাঠানোর কোনো উদ্যোগ গ্রহণে তৎপর নয় সরকার। জাতিসংঘ রোহিঙ্গাদের ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছে। এটি সরকারের চরম ব্যর্থতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ