• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

ফেসবুক বন্ধুদের সহযোগিতায় অজ্ঞাত রোগে আক্রান্ত মরিয়মের বাবার হাতে ৯৫ হাজার ৫শ টাকা তুলে দিলেন পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম

আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মঞ্জুরুল ইসলামের মেয়ে মরিয়ম খাতুন গত ১ সেপ্টেম্বর অজ্ঞাত রোগে আক্রান্ত হয়। ২৪ ঘন্টার মধ্যেই তার শরীরের বিভিন্ন স্থানে ফোসকা দেখা দেয়। ওই ফোসকা গলে গিয়ে শরীরে পচন ধরলে ভর্তি করা হয় সিরাজগ্েঞ্জর একটি বেসরকারি হাসপাতালে। পাঁচদিন চিকিৎসা নেওয়ার পর তার শরীরের আরো অবনতি দেখা দেয়। এ সময় মামুন বিশ্বাস নামের এক সাংবাদিক তার ফেসবুকে অসহায় মরিয়মের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে একটি ছবি পোষ্ট করেন। ফেসবুকে ওই পোষ্ট পেয়ে বিভিন্ন ব্যক্তি মরিয়মের চিকিৎসার জন্য ৯৫ হাজার ৫০০শ টাকা পাঠায়। আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুক বন্ধুদের দেয়া ওই টাকা মরিয়মের বাবার হাতে তুলে দেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম। এ সময় উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম মরিয়মের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা প্রদান করেন। টাকা বিতরণ কালে পৌর মেয়রের সহধর্মিনী জেসমিন নজরুল জয়া, নুরমোহাম্মদ সরকার, সাংবাদিক মামুন বিশ্বাস, শিশির আলম, তামিম তুর্য ও মরিয়মের বাবা মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ