• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

উল্লাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ৫ লাখ টাকা ছিনতাই চক্রের ৫ জন গ্রেফতার

আপডেটঃ : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ৫ লাখ টাকা ছিনতাই চক্রের ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বগুড়ার শেরপুর থানা পুলিশ রোববার গভীর রাতে উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহায়তায় চক্রটির ৫ জনকে গ্রেফতার করে এবং এ কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে জানা যায়। এরা হলো-উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার হায়দার আলীর ছেলে আব্দুল আজিজ, গ্রাম উল্লাপাড়ার অনাথ প্রামানিকের ছেলে সোহেল রানা,  শ্রীকোলা গ্রামের বাবু মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক, কাওয়াক গ্রামের কাওসার আলী ও ভদ্রকোল গ্রামের সাহেব আলীর ছেলে আব্দুল হান্নান। জানা গেছে, রোববার বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের আবু জাফর দুপুরের আগে স্থানীয় একটি ব্যাংক থেকে নগদ ৫ লাখ টাকা তুলে যাত্রীবাহি বাসে বগুড়া যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে নাতী তৌহিদুর রহমান সাথে ছিল। বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় ছিনতাইকারী চক্রটি বাসটি থামিয়ে ভিতরে ঢুকে ডিবি পুলিশ পরিচয়ে আবু জাফরকে তুলে তাদের ব্যবহৃত মাইক্রোবাসে তোলে। এ চক্রটি এ কাজে দুটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার ব্যবহার করেছে বলে জানা যায়। এরপর এরা আবু জাফরকে মারপিট করে তার কাছে থাকা নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ভুয়াগাঁতী এলাকায় নামিয়ে দেয়। এ বিষয়টি নিয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের পর পুলিশ সক্রিয় হয়। তাদের বিভিন্ন অনুসন্ধানে ছিনতাইকারী চক্রের সন্ধান মেলে বলে জানা যায়। শেরপুর থানা পুলিশ ও উল্লাপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃতদের শেরপুর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ