• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

পুরো সিস্টেমেই সমস্যা, দাবি টাইগারদের সাবেক কোচের

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
ছবি- সংগৃহীত

বিশ্বমঞ্চে অপেক্ষাকৃত খর্বশক্তির দল নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এতে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে লাল-সবুজেরা। সাকিব বাহিনীর এমন শোচনীয় পরাজয়ের পর হতাশ টাইগার সমর্থকরা। টাইগারদের সামগ্রিক চিত্র নিয়ে নানান ধরনের মতামতও উঠে আসছে। তবে পুরো সমস্যাই দেশের ক্রিকেটের সিস্টেমে বলে দাবি মোহাম্মদ সালাহউদ্দিনের।

তার মতে, বাংলাদেশের জাতীয় দলে খেলা ক্রিকেটার বা এর বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে যার ভাগ্য থাকে, সে-ই জাতীয় দলে সুযোগ পায়।

বাংলাদেশের সাবেক এ সহকারী কোচের মন্তব্য, এটা সবসময় অফ দ্যা রেকর্ডে বলি, বাংলাদেশের প্লেয়াররা আসলে ১৯ আর ২০। যে জাতীয় দলে খেলে আর যে জাতীয় দলের বাইরে থাকে, তাদের পার্থক্য ১৯ আর ২০। আপনি যাদের মন চায় তাদের খেলায় দেন, কোনো সমস্যা নাই। ফল একই আসবে।

তিনি আরও যোগ করেন, ধরেন আমি নির্বাচক। আমার ১৫ জন প্লেয়ার পছন্দ। ওরাই খেলবে। আবার ধরেন আরও একজন নির্বাচক আছে, তার পছন্দ ১৫ জন। তো এখানে যার ভাগ্য থাকে সে খেলবে। এখানে পারফর্ম করে কে ঢোকে বলেন। যারা বাদ পড়ে ওরা পারফর্ম না করেই বাদ পড়ে। এখানে অভিজ্ঞতার কোনো দাম নাই। কেউ যদি ম্যাচিউর হয়, একই ভুল বারবার করবে না।

সালাহউদ্দিন বলেন, একজনকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের পুরো সিস্টেমটাই গলদ। নির্বাচকরাও যে রুল দেবে, সেটাও আসলে সমস্যা। নির্বাচকরা কিন্তু আরও ২ থেকে ১ জনকে চেষ্টা করেছে দলে নেওয়ার জন্যে। তার আগে প্রতিটি সিরিজে অনেক ব্যাটারকে চেষ্টা করেছে নেওয়ার জন্যে। এ খেলবে, ও খেলবে, এরে নিয়ে পরিকল্পনা করছে, ওরে নিয়ে পরিকল্পনা করছে। সাত নম্বরে কাকে খেলাবে, সেখানে দুইজন নিয়ে পরিকল্পনা করেছে। দেখা গেল কেউ পারফর্ম করে নাই।

তার দাবি, আছা ঠিক আছে। তাহলে ঘুরায় ফিরায় একে নিয়ে যাও। যে ভাগ্যবান তাকে নিয়ে চলে গেল। আমার তো মনে হয় যাদেরকে সুযোগও দিয়েছে, তারাও পারফর্ম করেনি। এখানে সিলেক্টর, প্লেয়ার সবার… (ঘাটতি আছে)। আবার কোচ একটা আনলেন, পারলে সবাইকে পরিবর্তন করে দেয়। তার মতো করে খেলা শুরু করে দিলো। দোষ কারো একার না, দোষ পুরো সিস্টেমের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ