• মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

শাহিন আফ্রিদির সঙ্গে কেন মেয়ের বিয়ে দিয়েছেন জানালেন আফ্রিদি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

পাকিস্তান ক্রিকেট দলের পেসার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে মেয়েকে বিয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শহিদ আফ্রিদির দ্বিতীয় মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২৩ বছর বয়সি এ পেসার।

নিজ মেয়েকে কেন শাহিন আফ্রিদির কাছে বিয়ে দিয়েছেন, সে বিষয়টি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন আফ্রিদি। খবর জিও টিভির।

শহিদ আফ্রিদি জানিয়েছেন, তাদের দুই পরিবারের মধ্যে আগে থেকেই জানাশোনা ছিল। আর শাহিন মানুষ হিসেবে ভালো হওয়ায় নিজের মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছেন তিনি।

এ বিষয়ে আফ্রিদি বলেন, শাহিনের পরিবার আমার পরিবারের মধ্যে এ ব্যাপারে অনেক আগে থেকেই কথাবার্তা বলছিল। একজনকে সবার আগে অবশ্যই ভালো মানুষ হতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শাহিন একজন অসাধারণ ছেলে। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না। আমাদের দুই পরিবারের মুরব্বিরা একে অপরকে জানতেন। যদিও আমাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, ঘরোয়া ক্রিকেটে যারাই শাহিনের সঙ্গে খেলেছে, তারাই তার আচরণের প্রশংসা করেছেন। তারা তাকে ভালো মানুষ এবং খুবই পরিপক্ব বলতেন। আর এ বিষয়গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।

এ ছাড়া শহিদ আফ্রিদিকে ওই সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়— তিনি কখনো ছবি করার প্রস্তাব পেয়েছেন কিনা। এর জবাবে তিনি বলেন, তার পরিচয় একমাত্র ক্রিকেটার। তার পরিবারের কেউ কখনো ছবির সঙ্গে যুক্ত ছিল না। তাই তিনিও হবেন না। যদিও ভারত থেকেও ছবি করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। ক্রিকেটার হিসেবে বিজ্ঞাপনে বিভিন্ন সময় অভিনয় করেছেন, এটিই তার জন্য যথেষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ