ফের ইসরাইল-লেবানন সীমান্তে সংঘর্ষ বেধেছে ইসরাইল ও হিজবুল্লাহর মাঝে। বৃহস্পতিবার ইরান সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, সীমান্তে ইসরাইলে আটটি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। অপরদিকে ইসরাইল দাবি করেছে, হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় তারাও লেবাননে বোমা বর্ষণ করেছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরাইলের অভ্যন্তরে আটটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এই হামলার সময় তারা ইসরাইলি সামরিক বাহিনী, তাদের ব্যারাক ও অন্যান্য সামরিক চৌকিকে আঘাত হেনেছে। অপরদিকে ইসরাইলি বাহিনীর বিবৃতিতে বলেছে, লেবাননে হিজবুল্লাহর একটি ঘাঁটিতে যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করেছে। এই ঘাঁটি থেকেই ইসরাইলি ভূখণ্ডে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে হিজবুল্লাহর। এছাড়া আরো কিছু স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা।
তবে হিজবুল্লাহর হামলায় ইসরাইলে কোনো ক্ষয়-ক্ষতি কিংবা হতাহত হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, লেবানন সীমান্তে ইসরাইলি বাহিনীর সাথে সহিংসতায় এখন পর্যন্ত ৭০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরাইলের সামরিক বাহিনীর অন্তত সাত সদস্যসহ ১০ বেসামরিক নিহত হয়েছেন।