• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

মা-মেয়েকে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড.

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। একই সাথে তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার জীবদর্শন গ্রামের সফিক মিয়ার পুত্র শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুছন আলীর পুত্র সালাউদ্দিন (২০)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্টেনোগ্রাফার মো. শিপন আহমেদ জানান, আসামিরা ২০২০ সালের ২ অক্টোবর চুনারুঘাট উপজেলার গরমছড়ি গ্রামের আব্দুল হকের বসতঘরে কৌশলে প্রবেশ করে তার স্ত্রী ও কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে এ ঘটনায় আব্দুল হকের কন্যা বাদী হয়ে ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ১০ জনেরই সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন পলাতক ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল মনছুর চৌধুরী রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ