• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

ট্রাম্পের নিজ দলেই বিভক্তি বাড়ছে শুল্ক নিয়ে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

আমদানির উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক নতুন কর আরোপের পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে ট্রাম্প যদি নতুন শুল্ক আরোপ করতে যান তার জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে এমন একটি মার্কিন সিনেট বিল শুক্রবার বিরোধীদের পাশাপাশি ট্রাম্পের নিজের দল রিপাবলিকানের কিছু সদস্যরও সমর্থন পেয়েছে।

আয়োয়ার রিপাবলিকান চাক গ্রাসলি এবং ওয়াশিংটনের ডেমোক্র্যাট মারিয়া ক্যান্টওয়েল বৃহস্পতিবার যে বিলটি পেশ করেছেন, তার সহ-পৃষ্ঠপোষক হিসেবে যোগ দিয়েছেন রিপাবলিকান মার্কিন সিনেটর আলাস্কার লিসা মারকোস্কি, কেন্টাকির মিচ ম্যাককনেল, কানসাসের জেরি মোরান এবং উত্তর ক্যারোলিনার থম টিলিস। বিলটি ৬০ দিনের মধ্যে নতুন শুল্ক বাতিল করবে যদি না মার্কিন কংগ্রেস স্পষ্টভাবে তাদের অনুমোদন দেয়।

তবে, সিনেটে এটি পাস হওয়ার সম্ভাবনা আছে কিনা তা স্পষ্ট নয়, যেখানে ট্রাম্পের দলের ৫৩-৪৭ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অনেক রিপাবলিকান ট্রাম্পের শুল্ক আরোপের পদক্ষেপের পক্ষে সমর্থন জানাচ্ছেন, যা অর্থনীতিবিদদের মতে দাম বাড়িয়ে দেবে এবং মন্দার ঝুঁকি তৈরি করবে, তবে হোয়াইট হাউসের দাবি, মার্কিন উৎপাদন খাতে নতুন বিনিয়োগ উৎসাহিত করবে।

‘প্রতিটি রাজ্যের নিজস্ব শিল্প রয়েছে যা বিশ্ব বাজার এবং বাণিজ্য নীতির পরিবর্তনের দ্বারা ভিন্নভাবে প্রভাবিত হয়, যেমন কৃষি, গাড়ি উৎপাদন এবং বিমান উৎপাদন,’ মোরান শুক্রবার রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘সংবিধান কংগ্রেসকে শুল্ক সহ বিদেশী বাণিজ্য সম্পর্কিত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়।’

 

ট্রাম্পের ব্যাপক নতুন শুল্ক আরোপের বিষয়ে এটি কিছু সিনেট রিপাবলিকানদের মধ্যে অস্বস্তির সর্বশেষ লক্ষণ ছিল। মঙ্গলবার, চারজন রিপাবলিকান এবং সমস্ত চেম্বারের ডেমোক্র্যাটদের দ্বারা সমর্থিত একটি পৃথক বিল পাস হয়েছিল – যার প্রভাব কানাডার উপর নতুন শুল্ক বাতিল করার প্রভাব ফেলবে। এখন পর্যন্ত এমন কোনও লক্ষণ নেই যে প্রতিনিধি পরিষদ, যা রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে, সেই বিলটি গ্রহণ করবে। সূত্র: রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ